নিজস্ব প্রতিনিধি : কাউকে রেয়াত দেওয়া হবে না। কাউকে না। এমনকী, মহিলা পুলিশকর্মীদেরও নয়। এমনই হুঁশিয়ারি দিয়ে রাখল হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠী। উইমেন স্পেশাল পুলিশ অফিসারদের জন্য তাঁরা স্পেশাল মেসেজ ছাড়ল সোশ্যাল মিডিয়ায়। যেখানে লেখা ছিল, ''মহিলা এসপিও এবং মহিলা কনস্টেবলদের বলছি, চাকরি থেকে ইস্তফা দিন, না হলে বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। আমাদের নিয়ম খুব সোজা-সাপটা। ভারতের সঙ্গে জড়ানো প্রত্যেকের জন্য একই শাস্তি হবে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  সাবধান! কুকথা বললে জিভ কেটে নেব, সাংসদকে হুমকি অন্ধ্রের পুলিস ইনস্পেক্টরের


বেশ কয়েকজন সিনিয়র ও উচ্চপদস্থ পুলিশকর্মীর ছবিসহ নামের তালিকা প্রকাশ করেছে হিজবুল গোষ্ঠী। তাঁদের প্রত্যেককে ৪৮ ঘণ্টার মধ্যে চাকরি থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছে তারা। অন্যথায় ফল খুব খারাপ হবে বলেও হুমকি দিয়ে রেখেছে এই জঙ্গি সংগঠন। উর্দুতে দেওয়া এক বার্তায় হিজবুল গোষ্ঠীর তরফে বলা হয়েছে, ''ভাইয়েরা, অবিলম্বে চাকরি থেকে ইস্তফা দিয়ে দাও। ইস্তফা দেওয়ার মুহূর্ত ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো। না হলে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। হেডশট-এর জন্য প্রস্তুত থেকো।'' ভূস্বর্গের তিন পুলিশকর্মী ফিরদৌস আহমেদ কুচে, কুলওয়ান্ত সিং ও নিসার আহমেদ ধোবিকে হত্যা করার ২৪ ঘণ্টার মধ্যে হিজবুল গোষ্ঠীর এমন দুঃসাহসিক হুমকির পর স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে জম্মু-কাশ্মীরের পুলিশমহল। হিজবুলের পক্ষ থেকে ইতিমধ্যে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পিডিপি পার্টির দুই নেতা পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এবং প্রকাশ্যে জানাচ্ছেন, পিডিপি পার্টিতে যোগ দেওয়ার জন্য তাঁরা ক্ষমাপ্রার্থী। বোঝাই যাচ্ছে, জঙ্গি সংগঠনের হুমকির মুখে পড়ে ভয়ে তাঁরা এমন বিবৃতি দিচ্ছেন।


আরও পড়ুন-  সার্জিক্যাল স্ট্রাইক দিবস নিয়ে কেন্দ্র-রাজ্য ফের সংঘাত


যদিও জম্মু-কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ কর্তা বলছেন, ''এটা জঙ্গিদের নতুন প্রোপাগান্ডা। আসলে জম্মু-কাশ্মীরের আর্মড ফোর্সের জন্য ওদের প্রচুর ক্ষতি হয়েছে। তাই এবার ওরা মাইন্ড গেম খেলতে শুরু করেছে। কিন্তু এভাবে আমাদের টলানো যাবে না। জম্মু-কাশ্মীর পুলিশ ভীতু নয়।''