নিজস্ব প্রতিবেদন: বৈশাখ শুরু হতেই কোভিডের জেরে ত্রস্ত্র গোটা দেশ।  করোনা সংক্রমণ, মৃত্যুর সংবাদে মন মরা হয়ে কাটছে দিনের পর দিন।  কিন্তু তার মাঝেও একাংশ ভোলেনি আজ ২৫ শে বৈশাখ। কারণ, এই বিপর্যয়ের দিনে অন্যতম ভরসা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ, তাঁর সাহিত্য সম্ভার৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, ঠাকুর জয়ন্তীতে আমি গ্রেট গুরুদেব ঠাকুরের কাছে মাথা নত করছি। তাঁর আদর্শ আমাদের স্বপ্নের ভারত গড়ে তোলার জন্য শক্তি ও অনুপ্রেরণা জোগায়।


 



অন্যদিকে অমিত শাহ বাংলায় টুইট করে জানিয়েছেন, জ্ঞান ও দর্শনের উজ্জ্বল জ্যোতিষ্ক,কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বহুমুখী প্রতিভা এবং মহান ব্যক্তিত্ব দিয়ে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে মেলে ধরেন। তাঁর উচ্চ বিচারধারা জাতীয় চেতনাকে এক অনন্যরূপ প্রদান করে,যা স্বাধীনতা আন্দোলনকে দেয় নতুন গতি।এমন মহামানবের চরণে শতকোটি প্রণাম।