ওয়েব ডেস্ক: ফের বিতর্কে রাধে মা। হরিদ্বারে 'হর কি পৌরি' ঘাটে জুতো পরে প্রার্থনা করায় রাধে মা-কে নিয়ে তুমুল বিতর্ক। স্বঘোষিত গডওয়ম্যান রাধে মা-কে এক ভিডিওতে দেখা যাচ্ছে লাল শাড়ি, মেকআপ করে জুতো পরে  'হর কি পৌরি' ঘাটে প্রার্থনা করছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে রাধে মা-কে ঘিরে রয়ছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। ধর্মীয় ভাবাবাগে আঘাতের অভিযোগে রাধে মা-র বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।


আরও পড়ুন- রাধে মা-র দেহব্যবসা! অভিযোগ মডেলের


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখনও পণপ্রথায় হেনস্থার কেস ঝুলছে রাধে মা-র গলায়। সঙ্গে তাঁ বিরুদ্ধে রয়েছে ধর্মীয় অনুষ্ঠানে অশ্লীলতা আমদানির অভিযোগ। শর্ট স্কার্টস পরে রাধে মা-কে নানা অনুষ্ঠানে নাচতে দেখা যায়।


আরও পড়ুন- 'যৌনমিলনে বাধ্য করেছিলেন রাধে মা' , উঠল চাঞ্চল্যকর অভিযোগ


 আসারাম বাপু নিজেকে বলেন 'গডম্যান'। আর 'রাধে মা'নিজেকে দাবি করেন 'গডউওম্যান' হিসেবে। 'রাধে মা'-এর মহিমা ছড়িয়ে দিতে মাঝামাঝেই ছোট- বড় সভার আয়োজন করেন ভক্তরা। সেখানে মা-নিজের মহিমা দেখান। তবে কী রাধে মা-এর মহিমা ঠিক বাকিদের মত নয়। রাধে মা নাচেন বলিউডের আইটেম সং বা পার্টি সংকে। এই স্বঘোষিত গডউওম্যান অফ টাইমে জিনস পরে শপিং মলে যান। শর্ট স্কার্ট পরে সোফায় শুয়ে খোলাখুলি ছবি তোলেন। মুন্নি বদনাম কিংবা 'শিলা কি জওয়ানি'-র তালে কোমর দোলান। মাঝে মাঝে এমনও শোনা যায় পুরুষ ভক্তদের একেবারে কোলে উঠে আদরও করে দেন 'রাধে মা'।