ওয়েব ডেস্ক : রাজপথ থেকে মন্দির। নরেন্দ্র মোদীকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ রাহুল-অখিলেশ। বারাণসীতে টক্কর দিয়ে রোড শো তো হলই। মোদীর মতই কাশী বিশ্বনাথ স্মরণে দেখা গেল রাহুল-অখিলেশ-ডিম্পলকে। প্রাচীন শহর বারাণসী। পরিচিতি মন্দির শহর হিসেবে। শনিবার কিন্তু  ভিন্ন রূপ দেখা গেল বারাণসীর। রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের কেন্দ্র হয়ে রইল তীর্থকেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি বনাম সপা-বসপা। মোদী বনাম রাহুল-অখিলেশ। টার্গেট উত্তরপ্রদেশ। লড়াইয়ের কেন্দ্র বারাণসী। প্রধানমন্ত্রীর সঙ্গে টক্কর দিয়ে পাল্টা রোড করলেন রাহুল অখিলেশ। জোড়া রোডশোয় প্রায় স্তব্ধ বারাণসী। বাসের মাথায় রাহুল-অখিলেশ।এই দৃশ্য প্রচারপর্বে বহুবার দেখা গেছে। কিন্তু এবার রাহুল-অখিলেশের পাশে ডিম্পল। শেষবেলায় রোডশোয় অখিলেশপত্নীর উপস্থিতি বাড়তি অক্সিজেন জোগাল সপা-কংগ্রেসকে।


আরও পড়ুন- উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের শেষবেলায় নিজের নির্বাচনী কেন্দ্রে ভোটপ্রচারে নরেন্দ্র মোদী


রোডশোর পর মন্দির। কয়েক ঘণ্টা আগেই পুজো দিয়ে গেছেন নরেন্দ্র মোদী। এবার কাশী বিশ্বনাথ মন্দির রাহুল এবং অখিলেশ-ডিম্পল। তবে আচমকা ছন্দপতন। হঠাত্‍ই কিছুক্ষণের জন্য বিদ্যুত্‍হীন হয়ে যায় মন্দির এলাকা। তড়িঘড়ি ভিভিআইপি দর্শনার্থীদের জন্য ব্যবস্থা নেওয়া হয়। শেষ পর্যন্ত নির্বিঘ্নে পুজো দেন ডিম্পল-অখিলেশ। পুজো দেন রাহুলও। পিছিয়ে নেই মায়াবতী। মোদী-রাহুল-অখিলেশ যখন বারাণসী দাপিয়ে বেড়াচ্ছেন, তখন জনসভার মঞ্চ বেছে নিয়েছেন বসপা সুপ্রিমো। বারাণসীর উপকণ্ঠে রোহানিয়ায় জনসভা থেকেই বিজেপি এবং জোটের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে মায়াবতী। ছয় দফার ভোট শেষ। বাকি এক দফা। তাতে কী। গোবলয়ের সবচেয়ে বড় রাজ্যের দখল নিতে শেষবেলাতেও লড়াই জমজমাট।