ওয়েব ডেস্ক: নাহ, বছরের শেষটাও বেশ খারাপ গেল কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর। এমনিতেই লোকসভা নির্বাচনে মোদী ঝড়ে স্রেফ অপ্রাসঙ্গিক হয়ে গেছে তাঁর দল। প্রশ্নের মুখে পড়েছে দলের মুখ হিসাবে গান্ধী পরিবারের রাজপুত্রের ভূমিকাও। ইতিহাস অন্তত বলছে, যে যে জায়গায় নির্বাচনী প্রচারে গলা ফাটিয়েছেন রাহুল, বেশিরভাগ ক্ষেত্রে সেখানেই ভরাডুবি হয়েছে কংগ্রেসের। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও তার অন্যথা হল না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঝাড়খণ্ড  নির্বাচনে মোট ৮টি আসনের জন্য প্রচারে গিয়েছিলেন রাহুল। সেই ৮টির মধ্যে ৭টি তেই মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস।


অবশ্য, ব্যঙ্গাত্মক ছলে ভবিষ্যৎবাণীটা করে রেখে ছিলেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। তিনি বলে ছিলেন এই ৮টি আসনেই কংগ্রেস হারবে কারণ রাহুল প্রচারে গিয়ে ছিলেন। তবে তাঁর ভবিষ্যৎবাণী যে এভাবে মিলে যাবে এতটাও বোধহয় আশা করেননি তিনি।