রাহুল গান্ধী-সহ কংগ্রেসের ৫ প্রতিনিধিকে হাথরসে যাওয়ার অনুমতি যোগী সরকারের
হাথরসে যাওয়ার ছাড়পত্র দেওয়া হল কংগ্রেসের প্রতিনিধি দলকে।
নিজস্ব প্রতিবেদন: রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে হাথরসে যাওয়ার অনুমতি দিল প্রশাসন। বৃহস্পতিবার হাথরসে যেতে গিয়ে আটকে গিয়েছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। তবে এদিন কংগ্রেসের ৫ প্রতিনিধিকে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়।
বৃহস্পতিবারের পর শনিবার হাথরসের উদ্দেশে রওনা দেন রাহুল গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। গাড়ির চালকের আসনে বসেন প্রিয়াঙ্কা। পাশে বসেছিলেন রাহুল। পিছনে বাসে দলের ৩০ জন সাংসদ। দিল্লি-নয়ডা টোলপ্লাজার কাছেই আটকে দেওয়া হয় রাহুলদের। জানানো হয়, ১৪৪ ধারা লঙ্ঘন করা যাবে না। সেখানেই গাড়ির উপরে উঠে কর্মীদের উদ্দেশে ভাষণ দেন কংগ্রেস নেতা।
এরপর কংগ্রেসের ৫ প্রতিনিধিকে হাথরস যাওয়ার অনুমতি দেওয়া হয়। গৌতম বুদ্ধ নগর পুলিস থানা জানায়, নয়ডা হয়ে হাথরাস যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের প্রতিনিধি দলকে। ১৪৪ ধারা জারি থাকায় ৫ জনই ছাড়পত্র পেয়েছেন।