তেরঙা বনাম নেহরু, ট্যুইটারের ডিপির যুদ্ধে বিজেপি-কংগ্রেস
রাহুল গান্ধী, দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, জয়রাম রমেশ, পবন খেরা, সুপ্রিয়া শ্রীনাতে এবং দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির মতো কংগ্রেস নেতারা জাতীয় পতাকার সঙ্গে নেহরুর একটি ছবি তাদের প্রোফাইল ছবি (ডিপি) হিসাবে রেখেছেন। ট্যুইটারে প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী নেহরুর ছবি শেয়ার করে হিন্দিতে লিখেছেন, ‘দেশের গর্ব আমাদের তেরঙা। আমাদের তেরঙা প্রতিটি ভারতীয়ের হৃদয়ে রয়েছে।’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭৫তম স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল ছবির জায়গায় জাতীয় পতাকার ছবি দিয়েছেন। একই সঙ্গে দেশের মানুষকেও এই পরিবর্তন করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এর কয়েকদিন পরে, বুধবার কংগ্রেস নেতাদের একটি দল তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবি বদল করেছেন। নতুন ছবিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জাতীয় পতাকা হাতে একটি ছবি দেখা যাচ্ছে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী মোদী সহ বিজেপির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা তাদের প্রোফাইল ছবি বদলে তেরঙা করে দেন। এর পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কংগ্রেস দলের তরফে।
রাহুল গান্ধী, দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, জয়রাম রমেশ, পবন খেরা, সুপ্রিয়া শ্রীনাতে এবং দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির মতো কংগ্রেস নেতারা জাতীয় পতাকার সঙ্গে নেহরুর একটি ছবি তাদের প্রোফাইল ছবি (ডিপি) হিসাবে রেখেছেন। ট্যুইটারে প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী নেহরুর ছবি শেয়ার করে হিন্দিতে লিখেছেন, ‘দেশের গর্ব আমাদের তেরঙা। আমাদের তেরঙা প্রতিটি ভারতীয়ের হৃদয়ে রয়েছে।’
আরএসএস-কে কটাক্ষ করে প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ জিজ্ঞাসা করেন যে সংগঠনটি ৫২ বছর ধরে নাগপুরে তাদের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেনি, তারা কী প্রধানমন্ত্রীর কথা মানবে? রমেশ একটি ট্যুইটে লেখেন ১৯২৯ সালের লাহোর অধিবেশনে, রাভি নদীর তীরে পতাকা উত্তোলনের সময়, পণ্ডিত নেহেরু বলেছিলেন, 'আবারও আপনাকে মনে রাখতে হবে যে এই পতাকাটি এখন উত্তোলন করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত একজন ভারতীয় পুরুষ, মহিলা অথবা শিশু জীবিত রয়েছেন ততক্ষন এই তেরঙাকে নত করা উচিত নয়।’
জয়রাম রমেশ নিজে ট্যুইটে লেখেন "আমরা আমাদের নেতা নেহেরুর তেরঙা হাতে একটি ছবি ডিপি করছি। কিন্তু মনে হচ্ছে প্রধানমন্ত্রীর বার্তা তার নিজের পরিবারের কাছে পৌঁছায়নি। যারা ৫২ বছর ধরে নাগপুরে তাদের সদর দফতরে পতাকা তোলেনি, তারা কি প্রধানমন্ত্রীকে মানবে?" তিনি এই ট্যুইটের সঙ্গে হ্যাশট্যাগে 'MyTirangaMyPride' লিখেছেন।
উল্লেখযোগ্যভাবে, প্রধানমন্ত্রী মোদী রবিবার তার মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচারের সময় দুই থেকে ১৫ আগস্ট পর্যন্ত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রোফাইল ছবি হিসাবে ' তেরঙা' রাখার আহ্বান জানান দেশের মানুষের কাছে।