মমতার সুর রাহুলের গলায়, ক্ষমতায় আসলে নীতি আয়োগ তুলে দেওয়ার ঘোষণা
যোজনা কমিশন তুলে নীতি আয়োগ গঠন করেছিলেন নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল নেত্রীর সুরেই ক্ষমতায় আসলে নীতি আয়োগের অবলুপ্তির কথা ঘোষণা করে দিলেন রাহুল গান্ধী। 'যোজনা কমিশন'কে বিদায় জানিয়ে নীতি আয়োগ গঠন করেছেন নরেন্দ্র মোদী। সেই নীতি আয়োগ না-পসন্দ কংগ্রেস সভাপতির।
রাহুল গান্ধী টুইটারে ঘোষণা করেছেন, ক্ষমতায় আসলে নীতি আয়োগের অবলুপ্তি ঘটনা হবে। প্রধানমন্ত্রীর প্রচার ও তথ্যের বিকৃতিসাধন ছাড়া আর কোনও কাজ নেই এই সংস্থার। নীতি আয়োগের পরিবর্তে ফিরিয়ে আনা হবে যোজনা কমিশন। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের একশোর কম সদস্য নিয়ে গঠিত হবে সেটি।
বুধবার তৃণমূলের ইস্তাহার প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ও যোজনা কমিশনের চিন্তাভাবনা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। মোদী ক্ষমতায় আসার পর সেটি তুলে দিয়েছেন। হঠাত্ করে রাতারাতি যোজনা কমিশন তুলে দেওয়া হল, কেন কে জানে? কয়েকজন লোক নিয়ে করে দিলেন নীতি আয়োগ। নীতি আয়োগে ভাষণ ছাড়া কিছু হয় না। রাজ্যের কথা বলার সুযোগ নেই। এটা ধ্বংসাত্নক।
মমতার ঘোষণা করেন, ''যোজনা কমিশন নতুন করে ফিরিয়ে আনব। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আরও সমৃদ্ধ করতে পারি, সেই চেষ্টা করব''।
আরও পড়ুন- বাংলায় কমছে তৃণমূল, বাড়ছে বিজেপি, ইঙ্গিত আরও একটি জনমত সমীক্ষার