`নিজের পিঠ নিজেই চাপড়েছিলেন মোদী, ডোকলামে এবার চিন কী করছে?`, খোঁচা রাহুলের
ওয়েব ডেস্ক: ডোকলামে ফের রাস্তা নির্মাণ শুরু করেছে চিন। চুম্বি উপত্যকায় আরও সেনা মোতায়েন করেছে তারা। এনিয়ে নরেন্দ্র মোদীকে বিঁধলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।
রাহুল গান্ধীর টুইট, "মোদীজি অনেক তো নিজের পিঠ নিজে চাপড়েছিলেন। এবার চিনের এই পদক্ষেপের ব্যাখ্যা দিন?"
৭৩ দিন ধরে ডোকলামে ভারত-চিন বিবাদ চলেছিল। ব্রিকস সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন যাত্রার আগে সেনা সরিয়ে নিয়েছিল দু'পক্ষ। বেজিং রাস্তা নির্মাণের কাজও বন্ধ করে দেয়।তার কৃতিত্ব নিয়েছিল মোদী সরকার।
বিবাদ মেটার একমাসের মধ্যেই সেই বিবাদিত জায়গা থেকে কয়েকশো মিটার দূরে চিন রাস্তা ও বাঙ্কার নির্মাণ শুরু করে দিয়েছে বলে খবর। এমনকি চিনা পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের সংখ্যাও বাড়ানো হয়েছে।
আরও পড়ুন, কালো টাকার বিরুদ্ধে কষাঘাত, বাতিল ২ লক্ষ ভুয়ো কোম্পানির রেজিস্ট্রেশন