নিজস্ব প্রতিবেদন: মোদীকে নিশানা করতে গিয়ে মহাভারতের উদাহরণ টেনে আনলেন রাহুল গান্ধী।বিজেপিকে কৌরবদের সঙ্গে তুলনা করে নিজেদের পাণ্ডব বললেন কংগ্রেস সভাপতি।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কংগ্রেসের প্লেনারি অধিবেশনে কংগ্রেস সভাপতি বলেন,''কয়েক শতাব্দী আগে কুরুক্ষেত্রের যুদ্ধে শক্তিশালী ও উদ্ধত ছিলেন কৌরবরা। তবে সত্যের জন্য লড়াই করেছিলেন পাণ্ডবরা। আজ ক্ষমতার জন্য লড়াই করছে আরএসএস-বিজেপি। পাণ্ডবদের মতো সত্যের পথে লড়াই করবে কংগ্রেস।''           



মোদীকে সরাসরি আক্রমণ করে রাহুল গান্ধী বলেন,''আমরা নিজেকে মানুষ ভাবি। আমরা ভুল করি। কিন্তু নরেন্দ্র মোদী নিজেকে ভগবানের অবতার ভাবেন।'' এর পাশাপাশি ভয়ের রাজনীতির অভিযোগও করেছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, ''দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিতে চাইছে আরএসএস-বিজেপি। আমরা দেশের প্রতিষ্ঠানগুলিকে সম্মানিত করি।''



আরও পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে আদালতের হস্তক্ষেপ নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র