নিজস্ব প্রতিবেদন: দেশে টিকাকরণের (Covid Vaccination) গতি নিয়ে মোদী সরকারকে (Modi Govt) নিশানা করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রধানমন্ত্রীর মাসিক রেডিয়ো বার্তা 'মন কি বাত' টেনে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, 'দেশের মনের কথা বুঝলে টিকাকরণের এই হাল হত না!'    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রবিবার টুইটারে রাহুল (Rahul Gandhi) লেখেন,'আপনি যদি দেশের মন কি বাত বুঝতেন তাহলে টিকাকরণের এই হাল হত না।' এর সঙ্গে যোগ করেছেন হ্যাশট্যাগ-  #WhereAreVaccines। একটি ভিডিয়ো টুইট করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তাতে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে দেশের ৬০ শতাংশ জনতাকে টিকা দেওয়ার লক্ষ্য কেন্দ্রের। সেটা করতে গেলে প্রতিদিন ৯৩ লক্ষ টিকা দেওয়া দরকার। কিন্তু গত ৭ দিনে দৈনিক ৩৬ লক্ষ টিকা দেওয়া হয়েছে। ফারাক ৫৬ লক্ষ। 



টিকাকরণ নিয়ে মোদী সরকার নিশানা করে চলেছে বিরোধীরা। গত ২০ জুলাই রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) প্রশ্ন করেন,'২০২১ সালে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের কত মানুষের 'দুটি ডোজের টিকাকরণ সম্পূর্ণ হবে? কারণ এখনও তা ৫ শতাংশের নীচে।' কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) জবাব দেন, 'আমরা চেষ্টা করছি দেশের সব নাগরিকদের যতটা তাড়াতাড়ি সম্ভব দেওয়া হবে। দ্বিতীয় ডোজ দেওয়াও শুরু হয়েছে। বেড়েছে টিকার উৎপাদন।' 



ডেরেক আপত্তি করেন,'এটা উত্তর হতে পারে না।' এরপর রাজ্যসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা।


আরও পড়ুন- অভিষেকের ছবি দিয়ে মোদীকে আক্রমণ কংগ্রেসের, Mamata-কে জোটবার্তা?


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)