নিজস্ব প্রতিবেদন: রিল্যায়ন্সের অনিল অম্বানির সঙ্গে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠতার কথা সরাসরি তুলে রাফাল নিয়ে সরব হলেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, রাফালের দুর্নীতি একেবারে স্পষ্ট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাহুলের কথায়, ''অনিল অম্বানি কোনওদিনই বিমান তৈরি করেননি। রাফাল চুক্তির আগে ১০ দিন আগে ৪৫,০০০ কোটি টাকার ঋণ নিয়ে কোম্পানি খোলেন অনিল অম্বানি। অথচ ৭০ বছর ধরে বিমান তৈরি করছে সরকারি সংস্থা হ্যাল''।


রাফালে দুর্নীতির অভিযোগ তোলায় বুধবারই নিজের ব্লগে রাহুল গান্ধীকে পনেরো দফা প্রশ্ন ছুঁড়ে দেন অরুণ জেটলি। যৌথ সংসদীয় কমিটি তৈরি হলেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে এদিন পাল্টা তোপ দাগেন রাহুল। যুদ্ধবিমানের দাম বেড়ে যাওয়ায় আঙুল তোলেন প্রধানমন্ত্রীর দিকে। 


পাল্টা অরুণ জেটলি টুইটে দাবি করেন, ফ্রান্সের সঙ্গে ২০০৭-এর চুক্তির চেয়ে ২০১৫-র চুক্তির সম্পূর্ণ অস্ত্রসজ্জিত রাফাল যুদ্ধবিমানের দাম ২০% কম পড়ছে। নরেন্দ্র মোদীর সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের বৈঠকের পর যৌথবিবৃতিতে ২০০৭-এর চেয়ে তুলনায় আরও ভাল চুক্তির কথাই বলা হয়। রাফাল নিয়ে রাহুল মিথ্যা বলছেন বলে অভিযোগ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।


বছর ঘুরলেই লোকসভা ভোট। রাজনৈতিক মহল বলছে, নোটবন্দি ও রাফাল চুক্তি, রাহুল ইস্যু করায় এই তরজা ভোটের আগে আর থামছে না।