দেশে এবার আচ্ছে দিনের ডাক রাহুল গান্ধীর!
মোদীর অস্ত্রে মোদীকে ঘায়েল করতে ময়দানে রাহুল গান্ধী। দেশে আচ্ছে দিন আনবে কংগ্রেসই। দাবি রাহুলের। বুঝিয়ে দিলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনই তাঁর টার্গেট। টি-টোয়েন্টি ম্যাচ নয়। টার্গেট লম্বা ইনিংস। তবে ঝড়ো ব্যাটিং করলেন রাহুল। বুঝিয়ে দিলেন, পাঁচ রাজ্যের ভোট নয়। তাঁর টার্গেট দুহাজার উনিশের সাধারণ নির্বাচন। মোদীর অস্ত্রে মোদীকে ঘায়েল করতে একেবারে স্লোগান হাইজ্যাক করলেন।
ওয়েব ডেস্ক : মোদীর অস্ত্রে মোদীকে ঘায়েল করতে ময়দানে রাহুল গান্ধী। দেশে আচ্ছে দিন আনবে কংগ্রেসই। দাবি রাহুলের। বুঝিয়ে দিলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনই তাঁর টার্গেট। টি-টোয়েন্টি ম্যাচ নয়। টার্গেট লম্বা ইনিংস। তবে ঝড়ো ব্যাটিং করলেন রাহুল। বুঝিয়ে দিলেন, পাঁচ রাজ্যের ভোট নয়। তাঁর টার্গেট দুহাজার উনিশের সাধারণ নির্বাচন। মোদীর অস্ত্রে মোদীকে ঘায়েল করতে একেবারে স্লোগান হাইজ্যাক করলেন।
আরও পড়ুন- নরেন্দ্র মোদীর বিরদ্ধে SIT তদন্ত নয় : সুপ্রিম কোর্ট
হাতের তাস "আচ্ছে দিন'
শুধু সুদিনের প্রতিশ্রুতি নয়। ভয়মুক্ত পরিবেশের আশ্বাস দিয়েছেন কংগ্রেসের সহসভাপতি। তীক্ষ্ণ আক্রমণে বার বার বিঁধেছেন মোদীকে। আজ দিনভর অ্যাটাকিং মুডে ছিলেন রাহুল। কখনও সিরিয়াস, তো কখনও হালকা চালে বিঁধেছেন মোদীকে। নোট যুদ্ধে দেশজুড়ে ঝড় তুলেছে তৃণমূল। সুর চড়ালেও, পথে নেমে আন্দোলনে কিছুটা পিছিয়ে ছিল কংগ্রেস। কিন্তু রাহুলের ঝড়ো ইনিংস বুঝিয়ে দিল, লড়াই আভি বাকি হ্যায়। পাঁচ রাজ্যে ভাল ফলই নয়। নজরে দিল্লির মসনদ।