নিজস্ব প্রতিবেদন: সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র ফাঁস নিয়ে নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার 'দুর্বল চৌকিদার' বলে মোদীকে কটাক্ষ করেছিলেন। শুক্রবার কংগ্রেস সভাপতি বলেন, ''পড়ুয়াদের জীবন নষ্ট করার পর 'এক্সাম ওয়ারিয়র ২' লিখবেন মোদী।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরীক্ষার আগে পড়ুয়াদের মনোবল বাড়াতে 'এক্সাম ওয়ারিয়র' নামে একটি বই লিখেছিলেন নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গ তুলে রাহুল টুইট করেন, ''পরীক্ষার সময় কীভাবে মানসিক চাপ কমানো যায়, তা নিয়ে 'এক্সাম ওয়ারিয়র' বই লিখেছেন প্রধানমন্ত্রী। এবার এক্সাম ওয়ারিয়র ২-তে লিখুন কীভাবে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর মানসিক চাপ কমাবেন অভিভাবক ও পড়ুয়ারা।'' 



সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদীকে আক্রমণ শানিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। 


আরও পড়ুন- সিবিএসই-র দ্বাদশের অর্থনীতি পরীক্ষা ২৫ এপ্রিল, পশ্চিমবঙ্গে দশমের অঙ্ক পরীক্ষা হচ্ছে না