নিজস্ব প্রতিবেদন: বিদেশে গেলেন রাহুল গান্ধী।  কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, রবিবার রাহুল ব্যক্তিগত কারণে বিদেশে গেলেন। তিনি অল্প কিছুদিন দেশে থাকবেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা (chief spokesperson of the party, Randeep Surjewala) রাহুল গান্ধীর এই বিদেশ ভ্রমণের কথা জানিয়েছেন। তবে বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, রাহুল গান্ধী ইতালির মিলানে গিয়েছেন। সেখানে তাঁর দিদিমা থাকেন।


তবে এ নিয়ে দেশীয় রাজনীতিতে একটু অসন্তোষের সুর শোনা গিয়েছে। সোমবার কংগ্রেসের ১৩৬তম প্রতিষ্ঠা দিবস। কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচনের প্রস্তুতি চলছে। কংগ্রেসের রাহুলপন্থীরা আশা করছেন, রাহুল দায়িত্ব নেবেন। এ দিকে দেশ জুড়ে কৃষক বিক্ষোভের আবহ। যা নিয়ে কেন্দ্রীয় শাসকদল বেশ খানিকটা বেকায়দায় বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে বিরোধীদলের অন্যতম প্রধান মুখের দেশে না থাকাটা নিয়ে জল্পনা শুরু হয়েছে।


Also Read:  হার্ভার্ডের ডাক পেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন