ওয়েব ডেস্ক : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে এবার রাষ্ট্রপতির দরবারে রাহুল গান্ধী। গতকাল পাতিয়ালা হাউস কোর্টে অশান্তির পর দিল্লি জুড়ে জঙ্গলরাজ চলছে বলে অভিযোগ তোলে কংগ্রেস। দাবি ওঠে পুলিস কমিশনারের অপসারণের। আজ রাষ্ট্রপতির সামনে এই বিষয়গুলিই তুলে ধরছেন কংগ্রস সহ সভাপতি। JNU-র আগে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে রোহিত ভেমুলা কাণ্ডেও ছাত্রদের পাশে দাঁড়ান রাহুল। FTII কাণ্ডেও মোদী সরকারের বিরুদ্ধে সবর হয়েছিলেন কংগ্রেস সহ সভাপতি।


কানহাইয়া কাণ্ডের শুনানি কি আদৌ পাতিয়ালা হাউস কোর্টে হবে? গত তিনদিনে দুবার কোর্ট চত্বরে বিশৃঙ্খলার পর সেই নিয়ে চিন্তাভাবনা করছে সুপ্রিম কোর্ট। গতকাল আদালত চত্বরে ফের আইনজীবীদের হামলার মুখে পড়েন কানহাইয়া ও সাংবাদিকরা। এই নিয়ে আজ সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবেন পর্যবেক্ষকরা। রিপোর্ট দেবেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলও। আগামীকাল পুলিস নথি পেশ করবে। সবার বক্তব্য খতিয়ে দেখবে শীর্ষ আদালত। আগামী সোমবার শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।