মোদীকে কটাক্ষ করে রাহুলের শায়েরি, পাল্টা জবাব কেন্দ্রের
নরেন্দ্র মোদী রাফাল চুক্তি নিয়ে প্রশ্ন রাহুলের।
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে শায়েরির আশ্রয় নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। লোকসভা ও রাজ্যসভায় এদিন শতাব্দী প্রাচীন দলকে একের পর এক শেলে বিদ্ধ করেছেন নরেন্দ্র মোদী। রাফাল চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কেন্দ্রের জবাব, বিগত জমানার চেয়ে ৩৬টি রাফালের বিক্রয়মূল্য গোপন রেখেছিল ইউপিএ সরকারও।
টুইটারে রাহুল লেখেন, ''দীর্ঘ ভাষণ দিয়েছেন সাহেব। সংসদে দিনকে রাত বলে দিয়েছেন। নিজের ব্যর্থতার উপরে পর্দা দিয়েছেন তিনি। আসল বিষয়গুলিই ভাষণে ছিল না। নীরবতা ভেঙে রাফাল নিয়ে কবে মুখ খুলবেন?''
রাফালে নিয়ে জবাব দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, দক্ষতা, দাম ও যন্ত্রপাতি- সব দিকেই বিগত জমানার চেয়ে এই চুক্তি অনেক ভাল। প্রতিরক্ষা সরঞ্জাম কেনা সংক্রান্ত নিয়ম মেনেই চুক্তি হয়েছে বলে দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।
আরও পড়ুন- দেশভাগের জন্য দায়ী কংগ্রেস, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না, লোকসভায় বললেন মোদী