মহাত্মা গান্ধীর ডান ও বাম পাশে মহিলারা থাকতেন, বেঁফাস রাহুল
নারী ক্ষমতায়ন নিয়ে আরএসএসকে নিশানা করলেন রাহুল গান্ধী। আর তা করতে গিয়ে বেঁফাস মন্তব্য করে বসলেন।
নিজস্ব প্রতিবেদন: নারীর ক্ষমতায়ন নিয়ে আরএসএস-বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে বেঁফাস মন্তব্য রাহুল গান্ধীর। কংগ্রেস সভাপতি বলেন, ''মহাত্মা গান্ধীর ছবিতে সবসময় ডান ও বাম দিকে মহিলাদের দেখা মেলে। কিন্তু মোহন ভাবগতের ছবি দেখুন, তিনি একলা অথবা পুরুষরা ঘিরে রয়েছে তাঁকে।''
শিলংয়ে সেন্ট এডমন্ড কলেজের অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন, ''মহিলাদের ক্ষমতায়নে বাধা দেয় আরএসএস। ওদের সংগঠনে কোনও মহিলা নেত্রীকে খুঁজে পাওয়া যায় না। আমাদের সমাজে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে আরএসএস নারীদের অধিকারে বিশ্বাসী নয়।''
বিজেপির বক্তব্য, মহিলা অধিকার নিয়ে বলতে গিয়ে মহাত্মা গান্ধীর অপমান করেছেন রাহুল। এর আগেও একাধিকবার বেঁফাস মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি। বিজেপির দাবি, তাদের জমানাতে বিদেশ ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলাচ্ছেন দুই মহিলা। স্বাধীনতার পরে এমনটা হয়নি। রাজস্থানে বিজেপির মুখ্যমন্ত্রী মহিলা।