ওয়েব ডেস্ক: গোপনীয়তার অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানালেন রাহুল গান্ধী। কংগ্রেস সহ-সভাপতির কথায়, “গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করেছে সুপ্রিম কোর্ট। নজরদারির মাধ্যম বিজেপি ‌যে দমননীতি নিয়েছে, তার বিরুদ্ধে এই রায়।”



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাহুল আরও বলেন, ”বাঁচার অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গোপনীয়তার অধিকারকে স্বীকৃতি দিয়েছে শীর্ষ আদালত। এটা ফ্যাসিস্ত শক্তির কাছে বড় ধাক্কা।”  


 



প্রসঙ্গত বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে আধার কার্ডের সিদ্ধান্ত নিয়েছিল ইউপিএ সরকার। ২০১২ সালে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল। মামলাকারীদের বক্তব্য ছিল, আধার কার্ড ব্যক্তির গোপনীয়তা অধিকার লঙ্ঘন করছে।


আরও পড়ুন, "গোপনীয়তার অধিকার মৌলিক অধিকার", ঐতিহাসিক 'সুপ্রিম' রায়