ওয়েব ডেস্ক:  দীপাবলীর পরই সম্ভবত দলের সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী। শুক্রবার এমনই ইঙ্গিত দিলেন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাহুল গান্ধী ‌যে দলের প্রেসিডেন্ট হতে পারেন এনিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। কংগ্রেসের মধ্যেও এই দাবি বহু পুরনো। কংগ্রেসের অন্দরের খবর, রাহুল দলের সভাপতির পদে এলে দল বেশ খানিকটা চাঙ্গা হবে।


শুক্রবার দিল্লিতে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের একটি বই প্রকাশিত হয়। সেই অনুষ্ঠানে ছিলেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী ওই অনুষ্ঠানেই রাহুলের সভাপতি হওয়ার ইঙ্গিত দেন সোনিয়া। অনুষ্ঠানের থাকলেও এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি রাহুল।


প্রসঙ্গত, বৃহস্পতিবার এনিয়ে একটি ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন শচীন পাইলট। তিনি বলেন, দীপাবলীর পরই দলের দায়িত্ব নিতে পারেন রাহুল। এ ব্যপারে দলে একটি সর্বসম্মত প্রস্তাব পাসও হয়েছে বলে তিনি মন্তব্য করেন।


আরও পড়ুন-মুকুলকে দলে নেওয়া নিয়ে রাজ্য বিজেপিতে তোলপাড়, আসছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা