শনিবার কাশ্মীরে যেতে চলেছে বিরোধীরা, প্রতিনিধি দলে রাহুল, সীতারাম, দীনেশ
কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পর জারি রয়েছে কারফিউ।
নিজস্ব প্রতিবেদন: শনিবার কাশ্মীরে যেতে চলেছে কংগ্রেস, সিপিএম ও তৃণমূলের প্রতিনিধি দল। আর ওই প্রতিনিধি দলে থাকবেন খোদ রাহুল গান্ধী। কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতির সঙ্গে থাকবেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী, সিপিআইয়ের ডি রাজা, সিপিএমের সীতারাম ইয়েচুরি প্রমুখ।
কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পর জারি রয়েছে কারফিউ। গুলাম নবি আজাদকে আটকে দেওয়া হয়েছিল শ্রীনগর বিমান বন্দরে। পরে দলের বিধায়ক ইউসুফ তারিগামিকে দেখতে গিয়ে বাধা পান সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শনিবার কংগ্রেস-সহ বিরোধী দলের প্রতিনিধিরা কাশ্মীর যেতে চলেছেন। প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী, গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, কেসি বেণুগোপাল, সিপিআই নেতা ডি রাজা, সিপিএমের সীতারাম ইয়েচুরি, ডিএমকে-র তিরুচি সিবা, আরজেডি-র মনোজ ঝা, তৃণমূলের দীনেশ ত্রিবেদী, এনসিপি-র মজিদ মেনন ও জেডিএসের কুপেন্দ্র রেড্ডি।