নিজস্ব প্রতিবেদন: নোটবন্দির বর্ষপূর্তিতে রাজনীতির আখড়ায় নেমে পড়েছে শাসক-বিরোধী। গুজরাটে বিধানসভা ভোটের আগে রাহুল গান্ধী হাজির হয়েছিলেন সুরাটে। সোনার গয়না ও হিরের ব্যবসার জন্য প্রসিদ্ধ গুজরাটের এই শহর। সেখানেই ব্যবসায়ীদের মাঝে কালো দিবস পালন করতে গিয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু তাঁকে মুখ 'কালো' করে ফিরতে হল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নোটবন্দি ও জিএসটি নিয়ে সুরাটের কাপড়ের হাটে  ব্যবসায়ীদের অভাব-অভিযোগ শুনতে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই রাহুলকে হজম করতে হল, মোদীর নামে জয়ধ্বনি। মোদী, মোদী জয়ধ্বনিতে রাহুলকে স্বাগত জানালেন ব্যবসায়ীরা। এই ভিডিওটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 


 



এর আগে উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচারেও মোদী, মোদী জয়ধ্বনি শুনতে হয়েছিল রাহুল গান্ধীকে। তবে এখানেই শেষ নয়। সুরাটে এক ব্যবসায়ীর অভিযোগ শুনতে গিয়েও আত্মঘাতী গোল খেয়েছেন কংগ্রেসের সহ-সভাপতি। ওই ব্যবসায়ী বলছেন, নোটবন্দি ও জিএসটির পর আর নগদে লেনদেন করতে পারেন না তিনি। চেকে লেনদেন করতে হচ্ছে তাঁকে। এতে খরচ বেড়েছে। বিজেপি প্রশ্ন তুলেছে, নগদ লেনদেনে করফাঁকির সুযোগ থাকে। সেই বন্ধ হয়ে দিয়েছে। রাহুল গান্ধী কি এটাকে সমর্থন করেন? 


 


 



 


আরও পড়ুন,  কালো টাকা থেকে সন্ত্রাসবাদ-নোট বাতিলের সব উদ্দেশ্যই ব্যর্থ, বললেন মুখ্যমন্ত্রী