নিজস্ব প্রতিবেদন: মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম চাকরি ছাড়ার কথা ঘোষণা করার পর কেন্দ্রকে নিশানা করলেন রাহুল গান্ধী। তাঁর খোঁচা, প্রতিভাবানরা ছেড়ে চলে যাচ্ছেন। ফেসবুকে সে কথা ঘোষণা করছেন জেটলি। একইসঙ্গে দায়ী করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটারে রাহুল লিখেছেন,''প্রাক্তন? অর্থমন্ত্রী বন্ধ ঘরে বসে ব্রেকিং খবর দিচ্ছেন ফেসবুকে। দেশের অর্থনীতির চাবি বিজেপির কোষাধ্যক্ষের হাতে। ডুবন্ত জাহাজ ছেড়ে চলে যাচ্ছেন প্রতিভাবানরা। আরএসএসের অদৃশ্য হাতের সৌজন্য পাহাড়ে ধাক্কা মারতে চলছে জাহাজ। ক্যাপ্টেন ডেমো ঘুমিয়ে রয়েছেন। পাগলামি চলছে।''   



২০১৯ সালে মে মাসে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদে কার্যকাল শেষ হওয়ার কথা ছিল অরবিন্দ সুব্রহ্মণ্যমের। ব্যক্তিগত কারণে তিনি চাকরি ছাড়ছেন বলে ফেসবুকে ঘোষণা করেছেন অরুণ জেটলি। ভারতীয় অর্থনীতিতে তাঁর অবদানের জন্য ধন্যবাদও জানিয়েছেন।


আরও পড়ুন- সপা-বসপা একসঙ্গে হলে ফারাক হবে, মহাজোট নিয়ে শঙ্কিত অমিত!