ওয়েব ডেস্ক: ঘুরপথে রাজধানী, দুরন্ত এবং শতাব্দী এক্সপ্রেসের ভাড়া বাড়াল রেল। কাল থেকে এই তিন ধরনের ট্রেনে ফ্লেক্সি ফেয়ার সিস্টেম বা পরিবর্তনশীল ভাড়া চালু হচ্ছে। অর্থাত্‍ চাহিদা যত বাড়বে, ভাড়া তত বাড়বে। তবে ৯ সেপ্টেম্বর বা তার পরের যাত্রার জন্য অগ্রীম টিকিট কাটা থাকলে, ট্রেনে উঠে বাড়তি মাসুল দিতে হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চাহিদার সময় এবার থেকে বেশি টাকা দিয়ে ট্রেনের টিকিট কাটতে হবে। ভারতীয় রেলের পক্ষ থেকে এবার এই সিদ্ধান্ত নেওয়া হল। তবে, এখনই এই নিয়ম প্রতিটি ট্রেনে লাগু করা হচ্ছে না...শুধুমাত্র রাজধানী, শতাব্দী ও দুরন্তর ক্ষেত্রে এখন এই নিয়ম চালু করা হচ্ছে। তবে, পরে বাকি ট্রেনগুলির ক্ষেত্রেও সেই নিয়ম চালু করা হবে কি না তা কিন্তু জানানো হয়নি।