ওয়েব ডেস্ক: দিল্লি-মুম্বই রুটের যাত্রীদের দীপাবলির উপহার দিল ভারতীয় রেল। দীপাবলির দিন অর্থাত্ ১৬ অক্টোবর থেকে চলবে এই বিশেষ রাজধানী ট্রেন। দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে ছাড়বে সেটি। গন্তব্য মুম্বইয়ের বান্দ্রা টার্মিনাস।       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাধারণ রাজধানীর থেকে একটু আলাদা হচ্ছে এই বিশেষ ট্রেন। দীপাবলি উপহার হিসেবে সস্তায়, দ্রুতগামী বিশেষ রাজধানী ট্রেন চালাবে রেল। সাধারণ রাজধানীর চেয়ে দুঘণ্টা সময় কমে যাবে। পাশাপাশি টিকিটের দাম পড়বে ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে। রেলওয়ে বোর্ডের ট্রাফিক সদস্য মহম্মদ জামশেদের কথায়,''১৬ অক্টোবর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত তিন মাসের জন্য চলবে এই বিশেষ ট্রেন। বর্তমান পরিকাঠামোয় এই ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে চালিয়ে আমরা সফল হয়েছি।'' 


বর্তমানে এই রুটে চলবে অগাস্ট ক্রান্তি রাজধানী ও মুম্বই সেন্ট্রাল-নয়াদিল্লি রাজধানী। প্রথম ট্রেনটি সময় নেয় প্রায় ১৭ ঘণ্টা। পরেরটি প্রায় ১৬ ঘণ্টা। বান্দ্রায় দুটি ট্রেনই দাঁড়ায় না। নতুন ট্রেনটি সেখানে নেবে মাত্র ১৪ ঘণ্টা। কোটা, ভাদোদরা ও সুরাট-এই তিনটি স্টেশনে থামবে।


রও পড়ুন, সেপ্টেম্বরে রফতানি বৃদ্ধি পেল ২৫.৬৭%, কমল বাণিজ্য ঘাটতি