নিজস্ব প্রতিবেদন : ২০১৮-র মধ্যে দেশের প্রতিটি ট্রেনেই বসানো হবে বায়ো টয়লেট। প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যেতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বীনি লোহান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের ১.৩ লাখ কিলোমিটার রেলপথকে গ্রিন করিডরে পরিবর্তন করা হবে বলে ২০১৭-১৮ অর্থবর্ষে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই সেই লক্ষ্যে বিভিন্ন রুটে চলা ট্রেনে পুরনো শৌচালয় বদলে ৯০ হাজার বায়োটয়লেট বসানো হয়েছে। ২০১৮ সালের শেষের মধ্যে আরও ১ লক্ষ ২০ হাজার ট্রেনেও যুক্ত করা হবে এই অত্যাধুনিক বায়োটয়লেট।


ইতিমধ্যেই রেলমন্ত্রের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দীর্ঘদিন ধরে চলে আসা ICF কোচের বদলে, এবার থেকে প্রতিটি ট্রেনেই থাকবে LHB কোচ। বর্তমানে ভারতে বিভিন্ন রুটের ট্রেনে ৫১ হাজার ICF কোচ ও ৫ হাজার ৫০০ LHB কোচ রয়েছে। ২০১৮ সালের মধ্যে সবকটি ICF কোচ বদলে সেখানে সংযুক্ত করা হবে LHB কোচ।


আরও পড়ুন- সঙ্গে আধার নেই, হাসপাতালে বিনা চিকিত্সায় মৃত্যু কার্গিল শহিদের স্ত্রীর