নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশে কংগ্রেসের হারের দায়িত্ব নিয়ে পদত্যাগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার লোকসভা নির্বাচন ২০১৯-এর ফল বেরোলে দেখা যায় দেশের সব থেকে বড় রাজ্য উত্তর প্রদেশে মাত্র ১টি আসন পেয়েছে কংগ্রেস। জিতেছেন শুধু সোনিয়া গান্ধী। এমনকী কংগ্রেসি দুর্গ আমেঠি ধরে রাখতে পারেননি রাহুল গান্ধী। উত্তর প্রদেশের মতো গোটা দেশেই কংগ্রেসের অবস্থা একই রকম। সারা দেশে ১০০ আসনও পার করতে পারেনি কংগ্রেস জোট।


 



শুক্রবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে পদত্যাগপত্র পাঠিয়েছেন রাজ বব্বর। হারের দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করেছেন তিনি। 


লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিরোধী জোট দানা বাঁধেনি। সপা - বসপা জোটে ঠাঁই হয়নি কংগ্রেসের। এর পরই পূর্ব উত্তর প্রদেশে প্রিয়ঙ্কা গান্ধীকে মাঠে নামায় কংগ্রেস। 'চৌকিদার চোর হ্যায়' স্লোগানে দেশ জুড়ে ঝড় তোলার চেষ্টা করে। কিন্তু শেষরক্ষা হয়নি।