নিজস্ব প্রতিবেদন: এবার বাংলা হরফে নিজের নাম লিখলেন রাজনাথ সিং। সোমবার ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছিলেন রাজনাথ। আর সেদিনই তাঁর টুইটার হ্যান্ডেলে বাংলায় ফুটে ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সচেতন বাঙালির মন কাড়তেই এই কৌশল রাজনাথের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার ছিল ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক। এবার বৈঠকের আয়োজক ছিল পশ্চিমবঙ্গ। এদিন নবান্নের বৈঠকে পৌরহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর কলকাতায় থাকাকালীনই টুইটারে বাংলা হরফে ফুটে ওঠে রাজনাথ সিংয়ের নাম। দেখা যায়, @rajnathsigh হ্যান্ডেলে ফুটে উঠছে 'রাজনাথ সিংহ'। 


নবান্নে ম্যারাথন বৈঠকের পর মমতাকে ধন্যবাদ জানিয়ে নিয়মরক্ষার সাংবাদিক বৈঠক রাজনাথের


রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বাঙালির মন জিততে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। তাই নিজেদের গা থেকে 'গোবলয়ের পার্টি'-র তকমা ঝাড়তে মরিয়া হয়ে উঠেছে তারা। সেই চেষ্টারই অঙ্গ হিসাবে কলকাতা সফরের দিন টুইটারে নিজের নাম বাংলা হরফে লিখেছেন রাজনাথ।