ওয়েব ডেস্ক: হিজবুল মুজাহিদিনের হুমকিকে পাত্তা দিচ্ছে না ভারত। ইসলামাবাদ সফর অপরিবর্তিত রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আগামী বুধবার সার্কগোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। সম্মেলনে যোগ দেওয়ার কথা রাজনাথ সিংয়েরও।


আরও পড়ুন- বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে অসমে গেলেন রাজনাথ সিংহ


তার আগেই গতকাল লাহোরের এক সভা থেকে রাজনাথের সফর পণ্ড করার হুমকি দেন হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিন। সভায় তাঁর মন্তব্য, কাশ্মীরে নিপরাধ মানুষদের রক্ত ঝরাতেই সেনা মোতায়েন করেছে ভারত। ভারতের পাশাপাশি পাকিস্তান সরকারকেও নিশানা করেছেন হিজবুল প্রধান। যদিও গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে পাকিস্তান সরকার। ফলে, এই গোটা বিষয়টা নিয়ে উভয় দেশেরই নিরাপত্তা বিষয়ক উচ্চতর সংস্থাগুলি আশঙ্কার মধ্যে রয়েছে।


আমির খানের উদ্দেশ্যে ঘুরিয়ে তোপ দাগলেন প্রতিরক্ষা মন্ত্রী পরিক্কর