নিজস্ব প্রতিবেদন: রাজ্যসভা নির্বাচনে কি বসপা-সপা জোটকে হারিয়ে 'মধুর প্রতিশোধ' নিতে পারবে বিজেপি? উত্তর প্রদেশের ১০টি আসনে চলছে রাজ্যসভার নির্বাচন। সংখ্যার নিরিখে আটটি আসনই জয় নিশ্চিত গেরুয়া শিবিরের। আর একটি আসন তাদের দিকে আসতে চলেছে বলে দাবি করেছেন সপা ছেড়ে সদ্য বিজেপিতে যোগদানকারী নরেশ আগরওয়াল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরপ্রদেশে দু'টি উপনির্বাচনে হারের পর রাজ্যসভা নির্বাচনে বড় পরীক্ষার মুখে বিজেপি। সেরাজ্যে ১০টির মধ্যে ৯টি আসনে প্রার্থী দিয়েছে পদ্মশিবির। এর মধ্যে ৮টি আসনে জয় নিশ্চিত তাদের। একটি আসনে জয় নিশ্চিত সপার। লড়াই বাকি একটি আসনে। উপনির্বাচনের মতো সপা-বসপা সমঝোতা হলে আসনটি হাতছাড়া হবে বিজেপির। 


উপনির্বাচনে পরাজয়ের ধাক্কা কাটিয়ে উঠতে ওই আসনটি জিততে মরিয়া যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই বসপা বিধায়ক অনিল সিং ভোটদানের পর জানিয়েছেন, অন্তরাত্মার ডাকে বিজেপিকে ভোট দিয়েছেন তিনি। অনিল সিংয়ের মতো বিরোধী শিবিরের আরও বেশ কয়েকজন বিধায়ক তাদের ভোট দিতে পারে বলে আশাবাদী বিজেপি। সদ্য বিজেপিতে যোগদানকারী নরেশ আগরওয়ালের দাবি, ৯টি আসনেই জিতবে বিজেপি। 


উল্লেখ্য, নরেশের ছেলে সপা বিধায়ক নিতিন আগরওয়ালও বিজেপিকেই ভোট দিয়েছেন। নরেশের কথায়, ''মন ভোলাতে জয়া বচ্চনকে প্রার্থী করেছে সপা। কাজের মানুষকেই (নরেশ আগরওয়াল) মানুষ বেছে নেবেন।''    


রাজ্যসভার ৫৮টি খালি আসনের জন্য নির্বাচন প্রক্রিয়া চলছে। এর মধ্যে ৩৩টি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। বাকি ২৫টি আসনেই চলছে ভোটাভুটি। 


আরও পড়ুন- উত্তরপ্রদেশে নিলামে ২২ হাজার টাকায় তরুণীকে বিক্রি!