নিজস্ব প্রতিবেদন: রিয়েলেটি শো থেকে বাদ পড়লেন গায়ক পাপন। রাজ্যসভার সাংসদ সুভাষ চন্দ্র স্পষ্ট করলেন, পাপনকে কোনওরকম রেয়াত করা হবে না। তাঁকে শো থেকে বাদ দেওয়া হয়েছে। এর পাশাপাশি পাপনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথাও জানিয়ে দিয়েছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি রিয়েলিটি শোয়ে নাবালিকা প্রতিযোগীকে জোর করে চুম্বনের অভিযোগ উঠেছে পাপনের বিরুদ্ধে। ওই শোতে বিচারক ছিলেন তিনি। এদিন টুইটারে রাজ্যসভার সাংসদ সুভাষ চন্দ্র লিখেছেন,''শুধু পাপনের বিরুদ্ধেই নয়, বরং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য সংস্থার সিএমডি-কে পরামর্শ দিয়েছি। গ্রুপের সঙ্গে পাপনের সম্পর্ক চিরকালের মতো শেষ। শোয়ের রেকর্ড হয়ে যাওয়া পর্ব থেকে পাপনের অংশগুলি বাদ দেওয়া হয়েছে।'' 




পাশাপাশি রাজ্যসভার সাংসদ আরও লিখেছেন,''ঘটনাটি দুর্ভাগ্যজনক। যে কারণই হোক না কেন, এর তীব্র নিন্দা করছি। আমি কর্তৃপক্ষকে বলছি, আইন মেনে যা যা পদক্ষেপ সম্ভব, তা করতে হবে। আমাদের উপর ভরসা করে ছেলেমেয়েদের পাঠান মা-বাবারা। তাঁদের সেই ভরসা ভাঙা কখনই উচিত নয়। প্রতিটি শিশুকে নিজের সন্তান মনে করাই কর্তব্য। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদেরই।'' 
  




সুভাষ চন্দ্রের মতে, ''শিশু নির্যাতনের বেশিরভাগ ঘটনাই আড়ালে থেকে যায়। ভাল ও খারাপ স্পর্শের ফারাক করতে পারে না শিশুরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।মামলাকারী বিষয়টি লক্ষ্য করেছেন, তাঁকে সাধুবাদ জানাচ্ছি। এর পাশাপাশি ঘটনাটি প্রকাশ করার জন্য সংবাদমাধ্যমেরও সাধুবাদ প্রাপ্য।''


 



সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রিয়েলিটি শো-র একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, প্রতিযোগী নাবালিকার ঠোঁটে চুম্বন করছেন পাপন। পসকো আইনে পাপনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুনা ভুঁইঞা। এর মধ্যে পাপন আবার নিজেও শো ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন টুইটারে। এরইসঙ্গে নিজের আচরণের সাফাইও দিয়েছেন এই গায়ক। 



আরও পড়ুন-'নিষ্পাপ চুম্বন', পাপনের পাশে কিশোরীর বাবা