ওয়েব ডেস্ক:  ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের ‘এমএসজি রিসর্ট’-এ ৩ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন হরিয়ানার চরখি দাদরি জেলার বালখারা গ্রামের সোমবীর কুমার। রাম রহিম জেলে ‌যাওয়ায় পুরো টাকাটাই এখন জলে গেছে। বিপুল ওই টাকা হারিয়ে দিশেহারা সোমবীর শেষপ‌র্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবীর নিজেও ছিলেন রাম রহিমের ভক্ত। গত সাত বছর ধরে তাঁর ডেরা-র সঙ্গে ‌যোগা‌যোগ। বাৎসরিক ১০ শতাংশ রিটার্নের আশায় তিনি ৩ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন রাম রহিমের এমএসজি রিসর্ট-এ। ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়ায় রাম রহিম এখন জেলে। এখন গ্রামের মানুষ তাঁকে ‘ধর্ষক বাবা’-র ভক্ত হিসেবে টিটকিরি দিচ্ছিল।


এখানেই শেষ নয়, সোমবীরের মেয়েদের কুমারীত্ব নিয়েও প্রশ্ন তুলছিল গ্রামবাসীরা। কারণ তার ২ মেয়ে রাম রহিমের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীতে ছিলেন। এতেই আরও ভেঙে পড়েছিলেন সোমবীর। শেষপ‌র্যন্ত কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি।


সোমবীরের ছেলে ললিত কুমার সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বিপুল টাকা হারিয়ে ভেঙে পড়েছিলেন বাবা। ৩২ একর জমি বিক্রি করে ওই টাকা ‌জোগাড় করেছিলেন তিনি। পাশাপাশি বোনদের চরিত্র নিয়ে গ্রামবাসী প্রশ্ন তোলায় আরও দিশেহারা হয়ে পড়েন।


আরও পড়ুন-''জেলে যে কোনও মুহূর্তে খুন হতে পারেন গুরমিত রাম রহিম সিং!''