ওয়েব ডেস্ক : ডেরা সচ্চা সওদা প্রধান রাম রহিম সিং দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তার একের পর এক কীর্তি সামনে আসতে শুরু করেছে। জাগরণ-এর খবর অনুযায়ী, গুরমিত রাম রহিম সিং নাকি ডেরাকে সুরক্ষিত রাখার জন্য নিজস্ব ‘সেনা’ গড়তে চেয়েছিল। পাশাপাশি, ডেরার গোপন আস্তানায় বোমা এবং মিসাইল তৈরির কাজও শুরু করতে চেয়েছিল গুরমিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, ডেরার প্রাসাদের মধ্যেই নাকি বেশ কিছু যুবককে দিয়ে বোমা তৈরির কাজ করানো হবে প্রস্তুতি নেওয়া হয়। তাঁরা যে কোনও সময় গুরমিতের গোপন আস্তানায় হাজির হতে পারতেন। ওই যুবকদের দিয়েই বোমা বাঁধার কাজ করাতে চাইত গুরমিত। পরিস্থিতি কখনও হাতের বাইরে চলে গেলে, যাতে ওই বোমা এবং মিসাইল ছুঁড়ে তা নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে তত্পর ছিল রাম রহিম সিং।


শুধু তাই নয়, গুরমিতের কাজ কর্ম প্রকাশ্যে আসার পর তা প্রকাশ করতে চেয়েছিলেন এক সাংবাদিক। এবং, তা জানতে পারার পরই ওই সাংবাদিককে ডেরা সদস্যদের দিয়ে খুন করিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।