নিজস্ব প্রতিবেদন : বিস্কুট, ম্যাগি, আটা, তেল, শ্যাম্পুর পর এবার আসছে ভেষজ স্যানিটারি ন্যাপকিন। সৌজন্যে পতঞ্জলি। জানা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে যোগগুরু রামদেবের পতঞ্জলি স্যানিটারি ন্যাপকিন। মহিলাদের প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি শিশুদের জন্য ডায়াপারও আনতে চলেছে রামদেবের কম্পানি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পতঞ্জলির মুখপাত্র এস কে গুপ্তা জানিয়েছেন, শীঘ্রই পতঞ্জলির স্যানিটারি ন্যাপকিন এবং ডায়াপার বাজারে আসছে। তবে পতঞ্জলির স্যানিটারি ন্যাপকিন এবং দায়াপারের দাম কত হবে, সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি পতঞ্জলির মুখপাত্র।


আরও পড়ুন : দম থাকলে পতঞ্জলির কন্ডোম তৈরি করুন, রামদেবকে চ্যালেঞ্জ রাখির 


এদিকে ‘দম থাকলে’ পতঞ্জলির কন্ডোম তৈরি করে দেখান বলে সম্প্রতি রামদেবকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন টেলিভিশনের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। যোগগুরু রামদেব যেন পতঞ্জলির কন্ডোম তৈরি করেন বলেও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন রাখি। ‘ড্রামা কুইন’-এর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। কিন্তু, কন্ডোম জল্পনার অবসান করে, এবার পতঞ্জলির স্যানিটারি ন্যাপকিন এবং ডায়াপার বাজারে আনা হচ্ছে বলে খবর।