ওয়েব ডেস্ক : ভারতের চতুর্দশতম রাষ্ট্রপতি হতে চলেছেন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি নির্বাচনের এখনও পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী ১১ রাজ্যে গণনার শেষে ৪ লাখেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন  বিহারের প্রাক্তন রাজ্যপাল তথা রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী কোবিন্দ। বিরোধীপ্রার্থী মীরা কুমারের চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাষ্ট্রপতি পদে কোবিন্দের সমর্থনে এখনও পর্যন্ত ভোট পডে়ছে ৬ হাজার ৬৮৩ ভোট। মীরা কুমারের ঝুলিতে এখনও পর্যন্ত ভোট পড়েছে ২২,৯৪১টি। রামনাথ কোবিন্দের জয়ে সিলমোহর পড়া এখন কেবল সময়ের অপেক্ষা। অন্ধ্রপ্রদেশ, আসাম, অরুণাচল, বিহারে জয় পেয়েছেন কোবিন্দ। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন ৪১২০ বিধায়ক ও ৭৭৬ জন বিধায়ক- মোট ৪৮৯৬ জন ভোটার।


আরও পড়ুন, ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ