`আমাদের মনে আছে`. মুম্বই হামলার বর্ষপূর্তিতে ছবি-সহ পোস্ট দিলেন রতন টাটা
দেখতে দেখতে পেরিয়ে গেল এক যুগ
নিজস্ব প্রতিবেদন: কোনওদিন যে এমন ভয়াবহ রাত আসবে, তা কল্পনাও করতে পারেননি কেউই। দেখতে দেখতে পেরিয়ে গেল এক যুগ। মুম্বইয়ে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে তাজ হোটেলের ছবি-সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন টাটা গোষ্ঠীর প্রাক্তন কর্ণধার রতন টাটা।
আরও পড়ুন: ২৬/১১ হামলায় জীবন দিয়ে দেশ বাঁচিয়েছিলেন এই পাঁচ নায়ক
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে কী বার্তা দিলেন রতন টাটা? তিনি লিখেছেন, 'বারো বছর আগে যে তাণ্ডবলীলা চলেছিল, তা কখনই ভোলা যাবে না। তবে মুম্বইয়ের মানুষ সন্ত্রাসবাদকে ধ্বংস করেছে, সকলে একজোট হয়ে ঘুরে দাঁড়িয়েছে।' সঙ্গে তাজ হোটেলের ছবি, উপরে ক্যাপশন, 'আমাদের মনে আছে।'
সেদিনটাও ছিল ২৬ নভেম্বর। সাল, ২০০৮। পাকিস্তান থেকে জলপথে বাণিজ্যনগরীতে ঢুকে পড়ে জঙ্গিরা। এরপর একযোগে নিশানা করা হয় ছত্রপতি শিবাজি ছত্রপতি বাস টার্মিনাস, নরিমন পয়েন্ট, লিওপন্ড ক্যাফে-সহ শহরের একাধিক জায়গাকে। স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রাণ হারান ১৬০ জন। আহত হন ৩০০ জন। কয়েক ঘণ্টার অপারেশনে অবশ্য ৯ জন জঙ্গিকে খতম করে নিরাপত্তাবাহিনী। জীবিত অবস্থায় ধরা পড়ে আজমল কাসভ। পরে মৃত্যুদণ্ড হয় তার।