নিজস্ব প্রতিবেদন: 'চুপ চাপ ফুলে ছাপ' নয়, খুল্লামখুল্লা নিজের ভোট 'গুড এম' নরেন্দ্র মোদীকেই দিলেন শিল্পপতি রতন টাটা। বহুল প্রচারিত টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে টাটা গোষ্ঠীর কর্ণধার জানালেন, "আমি আশাবাদী নতুন ভারত গড়তে পারবেন নরেন্দ্র মোদীই।" আরও একধাপ এগিয়ে রতন টাটা এও বলেন, " নরেন্দ্র মোদীর সেই ক্ষমতা এবং দক্ষতা দুইই আছে। যা দিয়ে তিনি নতুন ভারত গড়ার স্বপ্নপূরণ করতে পারবেন।" 


এই টিভি সাক্ষাৎকারে ২০০৭ সালের সিঙ্গুর বিতর্কের কথাও খোলামেলা ভাবে আলোচনা করেন তিনি। নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ রতন টাটা সাক্ষাৎকারে জানান, "সিঙ্গুর বিতর্কের সময় ন্যানোর জন্য মাত্র তিন দিনেই জমি দিয়েছিলেন নরেন্দ্র দামোদার দাস মোদী। তিনিই প্রথম আমাকে গুজরাটে টাটার কারখানা করার প্রস্তাব দেন। আমি জানিয়েছিলাম, জমি পেলে আমরা অবশ্যই আসব। এই কথোপকথনের তিন দিনের মাথায় তিনি আমাদের জমি দিয়েছিলেন। ভারতের অন্য কোথাও এমনটা হয় না।" নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখার কথা জানিয়ে রতন টাটা বলেন, "ভারতবাসীদের কাছে তিনি নতুন ভারত গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমার মনে হয়, তাঁর ওপর আস্থা রাখা উচিত। তাঁকে তাঁর প্রতিশ্রুতি পালনের জন্য যথেষ্ট সময়ও দেওয়া উচিত।"