নিজস্ব প্রতিবেদন- অল্পের জন্য প্রাণে বাঁচলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ> বিহার বিধানসভা নির্বাচন অভিযান শেষ করে পাটনায় নামার সময় তাঁর হেলিকপ্টার কাঁটাতারে আটকে যায়। যার ফলে হেলিকপ্টারের ব্লেড ভেঙে যায়। মুহূর্তের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু শেষ পর্যন্ত পাইলটের দক্ষতায় বেঁচে যায় হেলিকপ্টার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার বিকেলে বিহারের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারের কাজে গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ। এর পর বিকেল চারটে নাগাদ কাজ শেষ করে পাটনায় ফিরছিলেন তিনি। হেলিকপ্টারে তাঁর সঙ্গে মঙ্গল পান্ডে এবং সঞ্জয় ওঝা ছিলেন। হেলিকপ্টার নিচে নামার সময় হেলিপ্যাড সংলগ্ন এলাকার কাছে থাকা কাঁটাতারে আটকে যায়। জানা গিয়েছে, একটি নির্মীয়মান বিল্ডিং কাঁটাতারে ঘেরাও করা ছিল। সেখানেই ওভারহেড ওয়ারিং-এ আটকে যায় হেলিকপ্টার। 


আরও পড়ুন-  খুলে গেল শবরীমালা মন্দির, কোভিড রিপোর্ট জমা দিয়ে তবেই প্রবেশ


হেলিকপ্টারের চারটি ব্লেড ভেঙে যায়। রবিশঙ্কর প্রসাদ ও অন্যা নেতারা বড় দুর্ঘটনার মুখে পড়তে পারতেন। কিন্তু শেষমেশ তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। কারো কোনও রকম চোট লাগেনি বলে জানা গিয়েছে।