নিজস্ব প্রতিবেদন: ঠিক দু’মাসের মাথায় ফের রেপো রেট কমাল রির্জাভ ব্যাঙ্ক। এ বার এক ধাক্কায় ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়ে দেওয়া হল। যার ফলে রেপো রেট কমে দাঁড়াল ৫.৪০ শতাংশ। এ নিয়ে চলতি বছরে চার বার রেপো রেট কমাল শীর্ষ ব্যাঙ্ক। রিভার্স রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট কমে দাঁড়াল ৫.১৫ শতাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এ দিনের রেপো রেট কমায় সুদের হার কমাতে পারে রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কগুলি। যার ফেল আম জনতার গৃহঋণে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে। আজ আর্থিক নীতি নির্ধারণ কমিটি বৈঠক শেষে গভর্নর শক্তিকান্ত দাস জানান, জিডিপি-র লক্ষ্যমাত্রা ৭ শতাংশ থেকে নামিয়ে ৬.৯ শতাংশ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপি ৭.২ শতাংশ  লক্ষ্যমাত্রা নিয়ে এগোলোও পরে ৭ শতাংশ নামানোর চিন্তাভাবনা চলে।


আরও পড়ুন- প্রবল বর্ষণ, বন্যায় ধসে পড়ল রেল লাইন, লাইনচ্যুত মালগাড়ির ৩টি বগি


রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরে প্রথম ধাপে ৫.৮- ৬.৬ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ৭.৩-৭.৫ শতাংশ জিডিপি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অন্য দিকে সার্বিক মূল্যবৃদ্ধির হার দ্বিতীয় ত্রৈমাসিকে ৩.১ শতাংশ এবং শেষ অর্ধ-অর্থবর্ষে ৩.৫- ৩.৭ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রেপো রেট কমার খবর আসতেই সেনসেক্স কিছুটা চাঙ্গা দেখা যায়।