ওয়েব ডেস্ক : "সম্পূর্ণ ছবি এটা নয়। এটা আংশিক ছবি। নোটবন্দির জেরে আরও অতিরিক্ত ৫০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের।" নোটবন্দির জেরে সরকারকে দেওয়া RBI-এর লভ্যাংশ চলতি অর্থবর্ষে অর্ধেক হয়ে গেছে। সেই রিপোর্ট সামনে আসার পরই তোপ দাগলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতবছর RBI লভ্যাংশ দিয়েছিল ৬৫ হাজার ৮৭৬ কোটি। চলতি অর্থবর্ষে RBI-এর থেকে পাওয়া লভ্যাংশের বাজেট ধরা হয়েছিল ৫৮ হাজার কোটি টাকা। কিন্তু বাস্তবে দেখা যায়, সরকারের ঘরে লভ্যাংশ আসে ৩০,৬৬০ কোটি।


এরপরই সরকারকে একহাত নিয়ে প্রাক্তন অর্থমন্ত্রীর বক্তব্য, লভ্যাংশের অঙ্ক অর্ধেক হওয়াই শুধু নয়। নোট বাতিলের জেরে আরও অতিরিক্ত ৫০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের। তিনি জানতে চান, এই অতিরিক্ত ৫০ হাজার টাকা লোকসান বা ক্ষতির হিসেব কি RBI দেবে? পাশাপাশি, পুরনো নোট ধ্বংস করতে ও নতুন নোট ছাপাতে কত খরচ হয়েছে, RBI-এর কাছে তাও জানতে চান তিনি।





আরও পড়ুন, 'যৌনদাসী' বোনের হৃদয়স্পর্শী চিঠি 'দাদা মোদী'কে