ওয়েব ডেস্ক : নোট বাতিলের পর থেকেই বারবার সিদ্ধান্তে বদল এনেছে কেন্দ্রীয় সরকার থেকে রিজার্ভ ব্যাঙ্ক। বদল এনেছে বাতিল নোট জমা দেওয়া বা তোলার ক্ষেত্রেও। এবার সেই সিদ্ধান্তের মাঝেও আরও একটা নির্দেশিকার কথা জানালো RBI।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী সেই নির্দেশিকা?


গত ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পরদিন থেকে যারা নিজেদের অ্যাকান্টে টাকা জমা দিয়েছেন তাঁদের জন্যই এল এই নয়া নির্দেশিকা। RBI-এর এই নির্দেশিকায় বলা হয়েছে ৯ নভেম্বর থেকে এখনও পর্যন্ত যারা টাকা জমা করেছেন তার জন্য প্যানকার্ড বাধ্যতামূলক। যদি, প্যানকার্ড না থাকে তবে সেখানে জমা দিতে হবে ফর্ম ৬০। কেউ যদি নিজের অ্যাকাউন্টে ২ লাখ টাকার বেশি জমা রাখেন, তাহলে প্যানকার্ড বা ফর্ম ৬০ ছাড়া সেই টাকার মাধ্যমে কোনও লেনদেন করতে পারবেন না।


আরও পড়ুন- বিশ্বের ৯-নম্বর প্রভাবশালী ব্যক্তি নরেন্দ্র মোদী!


এই নির্দেশিকার ফলে নতুন করে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।