ওয়েব ডেস্ক: ২০০০ টাকার আর কোনও নোটই ছাপছে না রিজার্ভ ব্যঙ্ক অব ইন্ডিয়া। ৫ মাস আগে থেকেই নাকি নতুন ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে আরবিআই। আর এই ২০০০ টাকার নোটের বদলে রিজার্ভ ব্যঙ্ক অব ইন্ডিয়া এখন ২০০ টাকার নোট ছাপছে বলেই সূত্রের খবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


আরবিআই সূত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৩৭০কোটি (৩.৭ বিলিয়ন) ২০০০ টাকার নোট ছাপা হয়েছে। যার মোট ভ্যালু ৭ লাখ ৪০ হাজার কোটি টাকা (৭.৪ ট্রিলিয়ন)। উল্লেখ্য, ৮ই নভেম্বর ২০১৬, কেন্দ্র সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের পরই ভারতের বাজার থেকে ১০০০ এবং ৫০০ টাকার পুরনো নোট তুলে নেওয়া হয় এবং তার পরিবর্তে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট বাজারে নিয়ে আসে রিজার্ভ ব্যঙ্ক অব ইন্ডিয়া। সূত্রের খবর, এখনও পর্যন্ত সবথেকে বেশি, ১৪০০ কোটি (প্রায় ৯০ শতাংশ) ৫০০ টাকার নোট ছাপিয়ে ফেলেছে আরবিআই। কিন্তু এতেও সাধারণ মানুষের 'নোট আকালের সমস্যার' সমাধান হয়নি। গত সপ্তাহ থেকে এটিএমেও পাওয়া যাচ্ছে না ২০০০ টাকার নোট। স্টেট ব্যঙ্ক অব ইন্ডিয়ার শীর্ষ কর্তা নীরজ ব্যস এই প্রসঙ্গে জানিয়েছেন, "রিজার্ভ ব্যঙ্ক এখন আমাদের শুধু ৫০০ টাকার নোটই দিচ্ছে। আমরা কাউন্টারগুলোতে ২০০০ টাকার নোট রিসার্কুলেশন করছি"। আরও পড়ুন- রাষ্ট্রপতি হতেই ১ মিনিটে ৩.২৫ মিলিয়ন ফলোয়ার পেলেন রামনাথ কোবিন্দ


 


২০০০ টাকার এই 'আকালে' প্রশ্ন উঠছে, কেন সব থেকে বেশি ভ্যালুর নোট ছাপানো বন্ধ করে দেওয়া হল? ব্যাঙ্কারদের একাংশ বলছে, সেন্ট্রাল ব্যাঙ্ক নতুন করে ২০০০ টাকার নোট ছাপাতে উৎসাহী নয়। বরং আরও বেশি ৫০০ টাকার নোট এবং নতুন ২০০ টাকার নোট ছাপানোর দিকেই নজর দিচ্ছে তারা। উল্লেখ্য, রিজার্ভ ব্যঙ্ক অব ইন্ডিয়ার মাইসোরের প্রেসে ইতিমধ্যেই ২০০ টাকার নোট ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে। 'হিন্দুস্থান টাইমস' পত্রিকার একটি প্রতিবেদনে এও দাবি করা হয়েছে, আগামী মাসেই আরবিআই প্রাথমিক পর্যায়ে ১০০ কোটি ২০০ টাকার নোট বাজারে নিয়ে আসবে। আরও পড়ুন- টসে জেতা ঐতিহাসিক বাহনে সওয়ার ভারতীয় রাষ্ট্রপতির পরম্পরা