নিজস্ব প্রতিবেদন: NEET এবং JEE নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ঠিক তখনই এ রাজ্যেই নির্বঘ্নে চলছে আরও এক সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্টর পরীক্ষা। করোনা আবহে স্বাভাবিকভাবেই পরীক্ষা কেন্দ্রে হাজিরা দিতে ভয় পাচ্ছেন অনেকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে ভয় থাকলেও পরীক্ষার্থীরা মনে করছেন পরীক্ষা যখন চলছে বছর নষ্ট না করে পরীক্ষা দিতে আসাই বুদ্ধিমানের কাজ। এমনটাই বলছেন পরীক্ষার্থীরাই আর সেই মতোই পরীক্ষা কেন্দ্রে বিধি নিষেধ মেনেই হাজির হয়েছেন তাঁরা। 


আরও পড়ুন:  JEE পরীক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াত বিনামূল্যে, ঘোষণা ওড়িশা সরকারের


উল্লেখ্য, করোনা আবহে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির পরীক্ষা ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (NCHM JEE), ২০২০। গত ২২ জুন এই পরীক্ষা হওয়ার কথা ছিল।


কিছুদিন আগেই সেপ্টেম্বরে জেইই-নিট (JEE - NEET) প্রত্যাহারের দাবি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে জানান, শেষ ভিডিয়ো-বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মঞ্জুরি কমিশনের নির্দেশিকা নিয়ে সরব হয়েছিলেন তিনি। তাই, করোনা আবহে NEET-JEE সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন মমতা।


নিট-জেইই নিয়ে কেন্দ্র সরকারকে একের পর এক তোপ দাগেন মমতা, সেপ্টেম্বরের করোনা আবহে স্কুল স্তরে কোনও পরীক্ষা নয় বলেও মমত নির্দেশ দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।