নিজস্ব প্রতিবেদন: নাগরিকদের অনুরোধ সাড়া দিয়ে খেলরত্ন পুরস্কার করেছেন মেজর জেনারেল ধ্যান চাঁদের নামে। শুক্রবার প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর নেট মাধ্যমে যুগপৎ প্রশংসা ও সমালোচনা। গেরুয়াপন্থী নেটিজেনরা বলছেন,'খেলরত্ন একজন ক্রীড়াবিদের নামে হওয়া উচিত। যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন মোদীজি।' সেই অস্ত্রেই বিরোধী শিবিরের দাবি,'গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নামও দেওয়া হোক ক্রীড়াবিদের নামে'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নবরূপে গড়ে তোলা হয়েছে আমদাবাদের সর্দার পটেল স্টেডিয়াম। গতবছর ফেব্রুয়ারিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ করা হয় মোদীর নামে। দীর্ঘদিন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন মোদী। খেলরত্নের সঙ্গে ধ্যান চাঁদ জুড়তেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নামবদলের দাবি উঠল। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান শ্লেষের সুরে টুইট করেছেন,'দারুণ পদক্ষেপ। খেলোয়াড়রা স্বীকৃতি পাচ্ছেন। তাঁদের নামে পুরস্কারের নামকরণ হচ্ছে। আশা করি আরও অনেক কিছু ঘটবে ক্রীড়াক্ষেত্রে। ভবিষ্যতে যেন ক্রীড়া স্টেডিয়াম খেলোয়াড়ের নামেই নামকরণ করা হয়।'                 
 



এতটা রাখঢাক রাখেননি ধ্রব রাঠি। দিল্লির ফিরোজ শাহ কোটলা ২০১৯ সালে অরুণ জেটলির নামে করা হয়েছে। সেই প্রসঙ্গও টেনে এনেছেন ধ্রুব। তাঁর টুইট,'রাজীব গান্ধী খেলরত্ন হয়েছে মেজর ধ্যান চাঁদ খেলরত্ন। অসাধারণ সিদ্ধান্ত মোদী সরকারের। আশা করছি, নরেন্দ্র মোদী স্টেডিয়াম ও জেটলি স্টেডিয়ামেরও নামবদল হবে। সমস্ত রাজনীতিবিদদের নাম সরিয়ে দেওয়া হোক।'           



গুজরাটের বিরোধী দলনেতা শঙ্করসিং বাঘেলা লিখেছেন, রাজীব গান্ধী খেলরত্ন থেকে মেজর ধ্যান চাঁদ পুরস্কার করেছেন নরেন্দ্র মোদী। আমি অনুরোধ করছি,'নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আগের নাম সর্দার পটেল ফিরিয়ে দেওয়া হোক।'          



নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নামকরণ ক্রীড়াবিদের নামে করা উচিত বলে দাবি করেছে করেছে নেটিজেনদের একাংশও। 




৪১ বছর পর অলিপিক্সে পদক জিতেছে পুরুষদের হকি দল। দেশের কিংবদন্তী হকি খেলোয়াড় ধ্যান চাঁদ। তাঁর নেতৃত্বে ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ সালে হকিতে সোনার পদক জিতেছিল ভারত। তাঁর নাম খেলরত্নে সঙ্গে মোদী জুড়েছেন। তাতে বাহবা পেলেও সমালোচনা এড়াতে পারলেন না প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, নামকরণে যতটা না সদিচ্ছা তার চেয়ে রাজনৈতিক সমীকরণ প্রাধান্য পেয়ে গেল।


আরও পড়ুন- Biplab Deb-কে গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ, অল্পের জন্য রক্ষা; গ্রেফতার ৩


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)