নিজস্ব প্রতিবেদন: কোরিওগ্রাফার সরোজ খানের 'কাস্টিং কাউচ' মন্তব্য নিয়ে বিতর্কের মাঝেই বোমা ফাটালেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী। তাঁর কথায়, ''শুধুমাত্র বলিউডেই নয়, বরং প্রায় সর্ব ক্ষেত্রেই কাস্টিং কাউচ অপ্রিয় সত্য। সব জায়গাতেই এটা হয়। সংসদও এর বাইরে নেই।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেণুকা চৌধুরী বলেন, ''সব কাজের জায়গাতেই কাস্টিং কাউচের শিকার হন মহিলারা। সংসদও তার ব্যতিক্রম নয়। পশ্চিমি দেশগুলিতে 'me too' প্রচার শুরু করেছেন দেশবিদেশের অভিনেত্রীরা। ভারতেও এই ধরনের প্রতিবাদ শুরু হওয়া দরকার।'' দলের নেত্রী রেণুকা চৌধুরীর মন্তব্যকে একান্ত ব্যক্তিগত বলে দূরত্ব বজায় রেখেছে কংগ্রেস।        


যৌন হেনস্থা নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রীকে টেনে এনেছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রেণুকা চৌধুরী। তিনি বলেন, ''সংসদে আমার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদী। একজন মহিলার সম্মান নষ্ট করেছেন তিনি। ঠিক আছে আমি সূর্পনখা, সীতা হতে চাই না।'' উল্লেখ্য, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণের সময় অট্টহাস্যে প্রতিবাদ করছিলেন রেণুকা চৌধুরী। তখন রামায়নের প্রসঙ্গ টেনে কংগ্রেস নেত্রীকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী। 


কার্যত কাস্টিং কাউচের সমর্থনে মুখ খুলেছেন স্বনামধন্য কোরিওগ্রাফার সরোজ খান। তিনি বলেন, ''কাস্টিং কাউচের মাধ্যমে অনেকে কাজ পান। কোনও মহিলার সম্মতিতেই গোটা বিষয়টি হয়। এটা যৌন নির্যাতন নয়।''


আরও পড়ুন- সরকারি আবাস ও এসইউভি-র আবদার প্রাক্তন 'গরিব' মুখ্যমন্ত্রী মানিকের