রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, রিভার্স রেপো বেড়ে ৬%
রেপো রেট ৬.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। তবে বাড়ানো হল রিজার্ভ রেপো রেট। আজ বৃহস্পতিবার চলতি অর্থবর্ষের প্রথম ষাণ্মাসিক বৈঠকে বসে RBI-এর ৬ সদস্যের মানিটারি পলিসি কমিটি। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয় রিভার্স রেপো। ফলে ৫.৭৫ শতাংশ থেকে বেড়ে রিভার্স রেপো দাঁড়াল ৬ শতাংশ।
ওয়েব ডেস্ক : রেপো রেট ৬.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। তবে বাড়ানো হল রিজার্ভ রেপো রেট। আজ বৃহস্পতিবার চলতি অর্থবর্ষের প্রথম ষাণ্মাসিক বৈঠকে বসে RBI-এর ৬ সদস্যের মানিটারি পলিসি কমিটি। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয় রিভার্স রেপো। ফলে ৫.৭৫ শতাংশ থেকে বেড়ে রিভার্স রেপো দাঁড়াল ৬ শতাংশ।
বাজারে এখন অত্যাধিক পরিমাণে নগদ রয়েছে। তাই এই মুহূর্তে রেপো রেট কমালে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। সেই আশঙ্কাতেই রিজার্ভ ব্যাঙ্কের এমন সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সেন্ট্রাল ব্যাঙ্ক জানিয়েছে, চলতি আর্থিক বর্ষে GDP বেড়ে হবে ৭.৪ শতাংশ। ২০১৬-১৭ আর্থিক বর্ষে যা ছিল ৬.৭ শতাংশ।
আরও পড়ুন, আধারের সঙ্গে প্যান কার্ড লিংক করতে গিয়ে আপনিও কি অসুবিধায় পড়েছেন?