নিজস্ব প্রতিবেদন: গরমের প্রভাবে প্রাণ ওষ্ঠাগত মানুষের। সেই সঙ্গে সমানতালে চলছে তাপপ্রবাহ। এ যেন মরু আবহাওয়া। পারদের মাত্রাছাড়া বাড়বাড়ন্তে দেশে গরমে রেকর্ড৷ সাম্প্রতিক বছরে এমন দাপট দেখা যায়নি। এই বছরের মার্চ এবং এপ্রিলে দক্ষিণ এশিয়ায় একটি তাপপ্রবাহ দেখা দিয়েছে ৯০ টিরও বেশি মানুষ প্রাণ দিয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই তাপপ্রবাহের সম্ভাবনা ৩০ গুণ বেড়ে হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজ্ঞানী ফ্রেডেরিক অটো এএফপির প্রতিবেদনে উদ্ধৃত করে বলেছেন, "মানব-সৃষ্ট জলবায়ু পরিবর্তনের সূচনা হওয়ার আগে প্রতি তিন হাজার বছরে একবার এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।" ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডাব্লিউএ) কনসোর্টিয়ামে অটো এবং তার সহকর্মীরা দেখেছেন যে ১.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা দক্ষিণ এশিয়ায় একই সময়কাল এবং তীব্র থেকে তীব্রতর তাপের জন্য তথাকথিত প্রত্যাবর্তন সময়কে এক শতকের মধ্যে এনে দিয়েছে। অন্য কথায়, এই ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা ৩০গুণ বেশি হয়ে গেছে।


তারপর কি?


যেহেতু গ্লোবাল ওয়ার্মিং নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে এবং এই ধরনের ঘাতক তাপপ্রবাহের মধ্যে ব্যবধান আরও কমবে। আরও একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পৃথিবীর গড় পৃষ্ঠের তাপমাত্রা প্রি-ইন্ডাস্ট্রিয়াল জায়গার তাপের স্তরের চেয়ে চার-পঞ্চমাংশ ডিগ্রি বৃদ্ধি পেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।  প্রতি পাঁচ বছরে একবার এই ধরনের তাপপ্রবাহ প্রত্যাশিত হতে পারে। প্যারিস চুক্তির অধীনে কার্বন বেরোন রোধে বর্তমান জাতীয় প্রতিশ্রুতি অনুযায়ী, বিশ্ব ২.৮ ডিগ্রি সেলসিয়াস গ্লোবাল ওয়ার্মিং দেখতে পাবে।


আরও পড়ুন, Rail Ticket: প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় কি ফিরছে! ধোঁয়াশা সাফ করল রেল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)