ওয়েব ডেস্ক: স্বাধীনতার সত্তর বছর। চন্ডীগড়ের জন্য আজকের দিনটিও নিয়ে এল একরাশ লজ্জা! স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে, ক্লাস এইটের ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল। বর্ণিকাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের এমন একটি ঘটনায়, বিতর্কের ঝড় রাজ্যজুড়ে। মহিলাদের নিরাপত্তা কোথায়? আরও একবার এই জ্বলন্ত প্রশ্নের মুখোমুখি এই রাজ্য।


চন্ডীগড়ের সেক্টর 23, চিলড্রেন্স ট্রাফিক পার্কের কাছে রাস্তা থেকে ওই কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ছাত্রীটিকে মুখ বন্ধ রাখতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। কাউকে কিছু বললে ফল ভাল হবে না, এই ভয় দেখিয়ে তাকে ছেড়ে দেয় অপরাধী। বাড়ি পৌছনর পর নিগৃহীতা সব কথা পরিবারের সদস্যদের জানান। এরপরই পুলিসে খবর দেওয়া হয়। অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ, জবরদস্তি ধরে রাখা এবং ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়েছে। তার খোঁজে শুরু হয়েছে তল্লাসি।