নিউদিল্লি:  কিছুক্ষণের জন্য বৃষ্টি থামল বিসাখাপত্তনমে। রবিবার দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশের ভাইজাকের স্থলভূমি পার করবে ঘূর্ণিঝড় হুদহুদ। আবহাওয়া দফতর জানিয়েছে, কিছুক্ষণের মধ্যে আবারও প্রবল বর্ষণ শুরু হবে উপকূলবর্তী এলাকাতে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় আবহায়া দফতরের আধিকারিক এল এস রাঠোর সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, আগামী কয়েক  ঘণ্টা প্রবল ঝড় বৃষ্টি হবে। হাওয়ার গতিবেগ ১৭০ থেকে ১৮০ কিলমিটার থাকবে বলে জানিয়েছেন এল এস রাঠোর।


তিনি আরও বলেন, স্থলভাগ পার করার পর হাওয়ার গতিবেগ কমবে। ও দূর্বল হয়ে পড়বে ঝড়। তবে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হবে।  ফলে আগামী ৬ ঘণ্টা ঝড়ের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হবে বলে মনে করা হচ্ছে।