ওয়েব ডেস্ক : সেপ্টেম্বরের প্রথমেই বাজারে আসছে ২০০ টাকার নতুন নোট। এমনই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৫০০ এবং ১০০০-এর নোট বাতিলের পর ২০০০ টাকার নতুন নোট নিয়ে খুচরোর সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি ৫০০ টাকার নোটের যোগানও বাজারে পর্যাপ্ত না থাকায়ও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে মানুষকে। ফলে ৫০০ এবং ১০০০-এর নোট বাতিলের পর যে সঙ্কট দেখা দেয়, ২০০-র নোট বাজারে আসার পর, তা অনেকটাই দূর হবে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।


কালো বাজারি, চোরা কারবার, জঙ্গি কার্য কলাপ সহ বেআইনি রুখতে সম্প্রতি ৫০০ এবং ১০০০-এর নোট বাতিল করে কেন্দ্রীয় সরকার। নোট বাতিলের পর গোটা দেশ জুড়ে কার্যত হুলুস্থুল পড়ে যায়। নোট বাতিলের জেরে মোদী সরকারের সমালোচনায় মুখর হয়ে ওঠে বিরোধীরা। কিন্তু, তারপরও বন্ধ হয়নি ব্যাঙ্কে পুরনো নোট জমা দেওয়ার করবার।